মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || “সমান তালে চলছে বৈঠা, সঙ্গে মাঝি-মাল্লাদের হই-হুল্লোড়ের ছন্দ সাথে জলের ছলাৎ ছলাৎ শব্দ। নদীর দুই পাড় জুড়ে ট্রলার ও ডিঙ্গি নৌকায় হাজার- হাজার দর্শক। দুই পাড়ে ভিড় করে আছেন শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। এ যেন নদীর বুকে আনন্দের ঢেউ খেলা।নদীমাতৃক আবহমান বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে উপজেলার আগড়ঘাটায় এমনই এক নৌকা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ই নভেম্বর) বিকেলে পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের বুকে শিলেমানপুর যুব সংঘের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।আয়োজক কমিটি সূত্রে জানা গেছে , নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে আগত ৪টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৩০/৩৫ জন মাঝি বৈঠা হাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় তালার” কপোতাক্ষ তুফান” প্রথম স্থান লাভ করে। দ্বিতীয় স্থান অধিকার করেন চুকনগর এক্সপ্রেস ও তৃতীয় স্থান লাভ করেন তালার চরের পঙ্খিরাজ।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান সানা।
যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান কওছার আলী জোয়ারদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,কপিলমুনি ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমান, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছোরমান গাজী।
আরো উপস্থিত ছিলেন,শিলেমানপুর যুব সংঘের সাধারণ সম্পাদক সাধন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সংকর কুমার ঢালী,খুলনা জেলা মহিলা আ’লীগের সদস্য নাজমা কামাল,শেখ জুলি ও নিবেদিতা মন্ডল,পাইকগাছা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জহুরা রুপা,কপিলমুনি ইউনিয়ন মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক রেশমা বেগম, মহিলা আ’লীগ নেত্রী পারভিন আক্তার,যুব মহিলা আ’লীগ নেত্রী নিলিমা আক্তার লিজা, মহিলা আ’লীগ নেত্রী রাবেয়া বেগমসহ শিলেমানপুর যুব সংঘের মোঃ শাহিনুর রহমান মালি,মোঃ জামাল মোড়ল,মোঃ আশরাফ গাজী,মোঃ রবিউল ইসলাম,মোঃ মুজিবর সানা,মোঃ আমিরুল গাজী,মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইয়াচ উদ্দিন গাজী, মোঃ মামুন গাজী,মোঃ শহর গাজী, মোঃ জসিম মোড়লসহ বিভিন্ন উপজেলা হতে আগত হাজার হাজার দর্শক, সাংবাদিক বৃন্দ,থানা প্রশাসন,সুশীল সমাজ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।