খুলনার খবর || বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় অবরোধের দ্বিতীয় দিনে বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সড়কের ওপর গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা।আজ সোমবার (৬ নভেম্বর) ভোরে মহাসড়কের ভাগা এলাকায় এ ঘটনা ঘটে।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, নাশকতার কাল্পনিক মিথ্যা মামলায় পুলিশ প্রতিনিয়ত নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে চলেছেন। পুলিশ এটি চরম অমানবিক কাজ করছে। পুলিশের ধরপাকড়ের ফলে নেতাকর্মীরা পালিয়ে থাকায় তাদের পরিবার-পরিজন খেয়ে না খেয়ে মানবেতর জীবন পার করছেন। যা চরম অমানবিক হয়ে পড়েছে। অহেতুক গ্রেফতার, তল্লাশি ও আতঙ্ক সৃষ্টি করে পুলিশ সরকারের এজেন্ডা বাস্তবায়নে নির্লজ্জ কাজ করে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গ্রেফতারের বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, যাদের গ্রেফতার করা হচ্ছে তারা সবাই তালিকাভুক্ত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।