খুলনার খবর || খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্যানেল মেয়র নির্বাচনে ২ নম্বর সদস্য হিসেবে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা এবারই প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খুলনা সিটি করপোরেশন আইন-২০০৯ এর ২০ ধারা অনুযায়ী প্যানেল মেয়র নির্বাচনের জন্য গত ২৫ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র দাখিল করা হয় ৩১ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ তারিখ ছিল বৃহস্পতিবার (২ নভেম্বর)। তিনজন প্রার্থী ছাড়া অন্যরা প্রার্থিতা প্রত্যাহার করে নিলে নির্বাচন কমিশনার কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এদিন উল্লিখিত তিনজন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম রিটার্নিং অফিসার,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা সহকারী রিটার্নিং অফিসার, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান প্রিসাইডিং অফিসার ও চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করেন।
প্যানেল মেয়র হিসেবে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা নির্বাচিত হওয়ায় “খুলনার খবরের” পক্ষ থেকে সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াকুব রাজা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ৮টায় নগরীর ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।