পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামানকে বদলি জনিত কারণে সোমবার বিদায় সংবর্ধনা প্রদান করার পর তিনি বুধবার পাইকগাছায় যোগদান করেছেন। সোমবার (০৬ নভেম্বর) বিকেলে কেশবপুর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন, সদ্য বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান। তিনি বলেন, “আমি কেশবপুরে এসে আপনাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং আপনাদের ব্যবহারে আমি অত্যন্ত খুশি। সকলে আমার জন্য দোয়া করবেন।”
পাইকগাছা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ আরিফুজ্জামান বুধবার (০৮ নভেম্বর) যোগদান করেছেন এবং তিনি পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন-এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন-সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দের পক্ষথেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য,নবাগত এসিল্যান্ড মোঃ আরিফুজ্জামান সাতক্ষীরা জেলার কলোরোয়া উপজেলার কৃর্তি সন্তান। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিসিএস ৩৬তম ব্যাচে প্রশাসন ক্যাডারে রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন। এরপর তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। বুধবার (০৮ নভেম্বর) তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসাবে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।