সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || পূর্ব বিরোধের জের ধরে খুলনার ডুমুরিয়ার খরসঙ্গ, চহেড়া,শোলাগাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের(কেসিএস)প্রধান শিক্ষককে দূর্বৃত্ত কর্তৃক মারপিট ও হুমকি ধামকির অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে উপজেলার শোলগাতিয়া গ্রামে।
এ ঘটনায় প্রধান শিক্ষক মাসিদুল ইসলাম মোল্যা
বাদী হয়ে আজ সোমবার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ডুমুরিয়া থানা পুলিশ সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে,খুলনার ডুমুরিয়া উপজেলার খরসঙ্গ,চহেড়া, শোলগাতিয়া (কেসিএস) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসিদুল ইসলাম মোল্যা গত রোববার রাত ১১ টার দিকে ব্যক্তিগত কাজ শেষে শোলগাতিয়া বাজার থেকে নিজ বাড়ি খরসঙ্গ গ্রামে যাচ্ছিলেন।
এ সময় শোলগাতিয়া খরসঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা শোলগাতিয়া গ্রামের ওলিয়ার বিশ্বাসের ছেলে মোঃ ডালিম বিশ্বাসের নেতৃত্বে অজ্ঞাত নামা আরো ৮/১০ জন দূর্বৃত্ত অতর্কিত ভাবে প্রধান শিক্ষক মাসিদুল ইসলামের পথ রোধ করে তাকে মারপিটসহ নানাবিধ হুমকি ধামকি ও গালি গালাজ করতে থাকে।
এ সময় প্রধান শিক্ষকের আত্মচিৎকারে স্হানীয় লোকজন ছুটে আসলে দূর্বৃত্তরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।পরে প্রধান শিক্ষককে উদ্ধার করে তাকে বাড়ি পৌছায়ে দেয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক মাসিদুল ইসলাম জানান,
বিষয়টি নিয়ে তিনি ডুমুরিয়া থানা পুলিশ,উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মোল্যা আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিসহ কতিপয় সদস্যের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যে,কমিটি গঠনে স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক এবং কমিটির অন্যান সদস্যদের মধ্যে চরম বিরোধ চলে আসছে। তারই জের ধরে সন্ত্রাসী ভাড়া করে কে বা কারা হয়তো এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) বলেন, গত রাতে ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষনিক ভাবে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিলো। আজ একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে পরবর্তি আইনগত ব্যবস্হা নেয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।