খুলনার খবর || প্রধানমন্ত্রী দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয়ের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের
১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষ্যে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পগুলির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল,উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহাবুব আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,প্রাণিসম্পদ কর্মকর্তা ড.ফজলুল করিম,মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন,মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু,পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম,কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস,জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান,প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী,মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনছার আলী সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।
পরে একই স্থানে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা উপজেলা নিবার্হী অফিসার খাঁন মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন,এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল,কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ সহ উপজেলার সকল দপ্তরের দাপ্তরিক প্রধানগণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।