অভয়নগর প্রতিনিধি || যশোরের অভয়নগরে ভৈরব নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রথম হয়েছে,খুলনা কয়রার ‘সুন্দরবন টাইগার’। দ্বিতীয় গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার ‘জয় মা কালী’ ও তৃতীয় স্থান অর্জন করেছে ‘মাগুরা টাইগার’।
নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় ভৈরব নদে এ প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতার এবারের আসরে মোট আটটি টালাই নৌকা অংশ নেয়।যেগুলো আসে কয়রা, দিঘলিয়া, তেরখাদা, মাগুরা, মুকসুদপুর ও টুঙ্গীপাড়া থেকে।
সরেজমিনে দেখা গেছে, নৌকাবাইচ কেন্দ্র করে নারী-পুরুষ ও শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে তালতলা খেয়াঘাট থেকে নওয়াপাড়া হাইওয়ে থাকা সংলগ্ন ফেরিঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার স্থানজুড়ে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে।
পরে সন্ধ্যায় ফেরিঘাট এলাকায় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন আফিল গ্রুপের প্রতিনিধি মাহাবুব আলম লাভলু,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, নওয়াপাড়া নদীবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।