নিউজ ডেস্ক || ঘরের মাঠে বিশ্বকাপ, তার ওপর দারুণ ফর্মে টিম ইন্ডিয়া।তবে পুরো আসরে অপরাজিত থাকা ভারতকে ৬ উইকেটে পরাজিত করে ক্রিকেট বিশ্বের নতুন চ্যাম্পিয়ন হয়ে যায় অস্ট্রেলিয়া।
বিশ্বের অন্যতম বৃহৎ এই ভেন্যুর হিসাবে দেখা হলে হতে পারে এক লাখ ৩০ হাজার দর্শক। নগণ্য অস্ট্রেলিয়ান ভক্তদের চারদিকে পরিণত হয়েছে ‘নীল সমুদ্র।’এরআগে রোহিত শর্মার ব্যাটে ঝোড়ো শুরু করেছিল ভারত। তবে শ্রেয়াস আইয়ার-সূর্যকুমাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। বিরাট কোহলি-লোকেশ রাহুলের ফিফটিতে ভর করে ২৪০ রান তুলেছে তারা।
জবাব দিতে নেমে খুব একটা স্বস্তির শুরু হয়নি অস্ট্রেলিয়ার। যশপ্রীত বুমরার জোড়া আঘাতে ৪৭ রানে ৩ উইকেট হারায় তারা। তারপর ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেন নিষ্ক্রিয় করে দেন ভারতের পেস আক্রমণ। মোহাম্মদ শামি, বুমরা ও মোহাম্মদ সিরাজদের ওপর চড়াও হন তারা। কুলদীপ যাদবও ঘূর্ণিতে জাদু দেখাতে পারেননি। হেড ও লাবুশেন দেড়শ ছাড়ানো জুটিতে জয়ের পথ তৈরি করে দেন। তারা দুজনেই দলকে জিতিয়ে মাঠ ছাড়ার পথে ছিলেন। কিন্তু লক্ষ্য থেকে দুই রান দূরে থাকতে আউট হন হেড, ১২০ বলে ১৩৭ রান করেন তিনি। ১৯২ রানের জুটি গড়েন দুজন। লাবুশেন ১১০ বল খেলে ৫৮ রানে অপরাজিত ছিলেন। গ্লেন ম্যাক্সওয়েল দুই রান নিয়ে দলকে জয়ের বন্দরে নেন।
লাল-নীল,বাহারি রঙয়ের আতশবাজি উড়ছে। আহমেদাবাদের আকাশ রঙিন, কিন্তু আনন্দ নেই। দীপাবলিসহ নানা ধর্মীয় উৎসব শেষে ভারতীয়রা ট্রফি জয়ের উপলক্ষকে অন্য পর্যায়ে নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু তাতে জল ঢেলেছে অস্ট্রেলিয়া। বিষাদের ছায়া সবখানে। মাঠের মাঝে হলুদ উৎসব, আর স্টেডিয়মের এক কোণায় অস্ট্রেলিয়ান সমর্থকদের উচ্ছ্বাস যেন কোটি ভক্তদের হৃদয়ে ফলা হয়ে বিঁধছিল।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ৪৩ ওভারে ২৪১/৪ (লাবুশেন ৫৮*, ম্যাক্সওয়েল ২*, হেড ১৩৭, স্মিথ ৪, মার্শ ১৫, ওয়ার্নার ৭)
ভারত ৫০ ওভারে ২৪০/১০ (সিরাজ ৯*, কুলদীপ ১০, বুমরা ১, সূর্যকুমার ১৮, শামি ৬, রাহুল ৬৬, জাদেজা ৯, গিল ৪; রোহিত ৪৭, আইয়ার ৪, কোহলি ৫৪)।ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।