নড়াইল প্রতিনিধি || আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন নড়াইল জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বুয়েট প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ) এম এ আব্দুল্লাহ।
শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলীয় বিপুল পরিমান নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এম এ আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহককালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্লা, মুন্সী শরিফুল ইসলাম, লোহাগড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাবেক কমিশনার মুজাম খাঁন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, যুবলীগ নেতা মোঃ মাসুদুর রহমান, লোহাগড়া পুজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, হাসান বিশ্বাস, বাদশা কাজী, আখি জামানসহ দলের বিভিন্ন স্তরের বিপুল পরিমাণ নেতা-কর্মী ও সমর্থকরা।
নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ আব্দুল্লাহ বলেন,আমার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে সবসময় দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের পাশে আছি। দল ঘোষিত প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করেছি। ঈদ পুজা ছাড়াও বিভিন্ন ধর্মীয় উৎসবে নির্বাচনী এলাকার অসহায় মানুষ সহ দলীয় নেতা কর্মীদের মাঝে উপহার সামগ্রী দিয়ে আসছি। লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাবেক কমিশনার মোজাম খান ও যুবলীগ নেতা মোঃ মাসুদুর রহমানসহ তৃণমূলের নেতাকর্মীরা বলেন, বুয়েট প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ) এম এ আব্দুল্লাহ অত্যন্ত মেধাবী, বিনয়ী ও পরিশ্রমী, দলের প্রতি শতভাগ নিবেদিত একজন ব্যক্তি। এলাকায় জ্ঞানের আলো সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তার বাবা প্রয়াত শিক্ষক মোয়াজ্জেম হোসেন (বিজু স্যার) এর নামে মোয়াজ্জেম হোসেন শিক্ষা বৃত্তি ট্রাস্ট ও একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করেছেন এই লাইব্রেরী ও শিক্ষাবৃত্তি ট্রাস্ট থেকে প্রতিবছর নড়াইলের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছেন।
তিনি নড়াইল-২ আসনের বিভিন্ন এলাকায় খেলাধুলার আয়োজনসহ মসজিদ, মাদ্রাসা, মন্দির ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন এম এ আব্দুল্লাহ। এ আসনে (নড়াইল-২) এম এ আব্দুল্লাহ দলীয় মনোনয়ন পেলে এলাকার আরো উন্নয়ন হবে এবং দল সুসংঘটিত ও শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড আরো এগিয়ে যাবে এবং প্রতিটি এলাকার মানুষ উন্নয়নের সুফল পাবে।তিনি নড়াইল-২ আসনের সর্ব শ্রেণীর মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।