খুলনার খবর || মাদকসহ আটক সাবেক ইউপি সদস্য এ সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিক শামীমকে প্রকাশ্য দিবালোকে প্রাণনাশের হুমকি দিয়েছে হত্যা ও একাধিক মাদক মামলায় আসামী সাবেক ইউপি সদস্য সেলিম শেখ।এ ঘটনায় সাংবাদিক শামীম দিঘলিয়া থানায় জিডি এন্ট্রি করেছে।
জানা যায়,দিঘলিয়া থানা পুলিশ গত ৪ সেপ্টেম্বর ৪৯ পিস ইয়াবা সহ হত্যা ও একাধিক মাদক মামলার আসামী সাবেক ইউপি সদস্য সেলিম শেখকে আটক করে।পুলিশ মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করে।জেল থেকে জামিনে মুক্তি পেয়ে সংবাদ প্রকাশের জেরে গত সোমবার ২০ নভেম্বর অনির্বাণ পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি সাংবাদিক শামীমকে প্রকাশ্য দিবালোকে প্রাণনাশের হুমকি দিয়েছে উপজেলার দেয়াড়া গ্রামের হায়দার শেখের পুত্র হত্যা ও একাধিক মাদক মামলার আসামী সাবেক ইউপি সদস্য সেলিম শেখ। এ ঘটনায় সাংবাদিক শামীম নিরাপত্তা চেয়ে দিঘলিয়া থানায় জিডি এন্ট্রি করেছে।
এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।সাবেক এই ইউপি সদস্য সেলিম শেখ এর বিরুদ্ধে হত্যা, মাদক সহ একাধিক মামলা রয়েছে।তাকে ৪৯ পিস ইয়াবা সহ আটক করা হয়েছিল। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়টি অবগত হয়েছি।সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কেউ বাঁধা দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর দিঘলিয়ার নগরঘাট ফেরিঘাটস্থ ভৈরব নদীতে অবস্থানরত বালু উত্তোলনের ড্রেজারে বসে ইয়াবার বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশের এ এস আই তারেক অভিযান চালিয়ে ৪৯ পিচ ইয়াবাসহ উপজেলার দেয়াড়া গ্রামের হায়দার শেখের পুত্র মাদক ও হত্যা মামলার আসামী সাবেক ইউপি সদস্য সেলিম শেখ (৩২)কে আটক করে।সে ঘটনা অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনার খবরে’ভিডিও নিউজ করা হলে সেই ক্ষোভে সাংবাদিক শামীমকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি প্রদান করে।এতে করে স্থানীয় সাংবাদিকরা চরম উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল হলেও আসামীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। হত্যা মামলার আসামীরা একের পর এক সাংবাদিকদের হুমকি প্রদান করায় উপজেলা পর্যায়ের সাংবাদিকরা নিরাপত্তা হীনতায় ভুগছেন। এ সকল ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ দিঘলিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শামীমকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি দেওয়ায় মাদক ও হত্যা মামলার আসামী সেলিম শেখকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক, এসএম রফিকুল ইসলাম,ফরাদ কাদির,মলিক মোকসুদুর রহমান খোকন,মোঃ জামাল হোসেন,মলিক হাবিবুর রহমান,আরিফুল ইসলাম হাসান,এস এম শামীম,গাজী জামসেদ ইসলাম সৌরভ,এস এম ওয়াহিদ মুরাদ,কে এম আসাদুজ্জামান, মোঃ আশরাফ হোসেন,ওয়াসিক উলাহ হুসাইনী রাজিব,মোঃ সালাউদ্দিন মোল্লা,মোঃ রানা মোল্লা, তৌহিদ রুপম,কিশোর কুমার,রুবেল হোসেন প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।