পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের সীমান্তবর্তী এলাকা ডুমুরিয়য়া উপজেলার বৃহত্তর নৱনিয়া কালীবাড়ি (অলিপুর) সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানের সার্বজনীন ভক্তবৃন্দের উদ্যোগে ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।
৪ দিন ব্যাপী যজ্ঞানুষ্ঠানের প্রথম দিন আগামীকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে ধর্মীয় গান ও ভজন কীর্তন,ধর্মীয় আলোচনা,আমন্ত্রিত অতিথি বরণ ও আসন গ্রহণ। সন্ধ্যায় মহানামযজ্ঞ অনুষ্ঠানের শুভ উদ্বোধন,মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ভাগবত আলোচনা। রাতে ভাগবত আলোচনা ও অধিবাস কীৰ্ত্তন।রাত ১২টায় শ্রীশ্রী কালী পূজা, পূজারী: শ্রী দেবাশীষ চক্রবর্তী।
২৭ ও ২৮ নভেম্বর সোম ও মঙ্গলবার ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীৰ্ত্তন। ২৯ নভেম্বর বুধবার মহানাম সমাপনানে্ত কুঞ্জভঙ্গ,নগরভ্রমণ ও শান্তি আশীর্বাদ, দুপুরে মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ।উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন,বাবু নারায়ণ চন্দ্র চন্দ মানীয় সংসদ সদস্য,খুলনা-৫ সাবেক মন্ত্রী,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি শ্রী শ্যামল সরকার,সম্মানিত ট্রাষ্টি,হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।ভাগবত আলোচক থাকবেন,শ্রীমৎ আচাৰ্য্য মাধব গাঙ্গুলী অধিবাস কীর্ত্তন ও সেবাইতঃ শ্রী রাধা মদন গোপাল সম্প্রদায়,নাংলা আশ্রম,তালা,সাতক্ষীরা ও বাবু বিল্লমঙ্গল দেবনাথ বুধহাটা,সাতক্ষীরা।
নামামৃত পরিবেশনায় শ্রীশ্রী কৃষ্ণভক্ত সম্প্রদায় মাষ্টার-বাবু সঞ্জয় গাইন,খুলনা। শ্রীশ্রী জয়গুরু সনাতন সম্প্রদায় মাষ্টার-বাবু সুকল্পব বিশ্বাস,ফরিদপুর। শ্রীশ্রী কানু গোপাল সম্প্রদায় মাষ্টার-বাবু বিমল কৃষ্ণ ঘরামী,পটুয়াখালী।শ্রীশ্রী গোকুল কৃষ্ণ সম্প্রদায় মাষ্টার-বাবু গৌতম মণ্ডল,গোপালগঞ্জ। শ্রীশ্রী সচিনন্দ সম্প্রদায় মাষ্টার-বাবু সুমন চক্রবর্তী,কুষ্টিয়া। শ্রীশ্রী রাধামদন গোপাল সম্প্রদায় মাষ্টার-বাবু শ্রীমৎ আর্চায্য মাধব গাঙ্গুলী, তালা নাংলা। ভক্তবৃন্দের দান সাদরে গ্রহন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।