পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীনাথকাটি বালির গাদার মোড়ে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আরোহী সকলে ছিটকে পড়লে কেশবপুর থানা মোড়ের সুমা বস্ত্রালয়ের মালিক অরুণ পাল (৫০) মারাত্মকভাবে আহত হন। প্রথমে সকলকে কেশবপুর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে অরুণ পালকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।বাকী আহতরা কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তারা হলেন, লক্ষীনাথকাটি গ্রামের রিয়াজ উদ্দিন,সাতক্ষীরা তালা উপজেলার সাহাপুর গ্রামের এনামুল হোসেন ও মনিরুজ্জামান। অরুণ পাল উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী গনেশ পালের ছেলে। বর্তমানে ওই পরিবার কেশবপুরে বসবাস করেন।
মৃত্যুকালে তিনি পিতা,মাতা,এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। উল্লেখ্য,তিনি কেশবপুরের বিশিষ্ট ব্যবসায়ী সাধন পালের শ্যালক।শুক্রবার সন্ধ্যায় কেশবপুর কুটিবাড়ী মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।