জহিরুল ইসলাম রাতুল,খুলনা || খুলনায় রৌদ্রছায়া ফাউন্ডেশন এর বার্ষিক উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২৫ নভেম্বর ২০২৩ তারিখে।উক্ত অনুষ্ঠানটি খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়। রৌদ্রছায়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মীর মোহাম্মদ কবির হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা বিভাগীয় উপপরিচালক হাসনাহেনা,খুলনা মেটাপলিটন পুলিশের উত্তর জনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সোনালী সেন, জেলা সমাজসেবা অফিসার ইউ সি বি-১ আবেদা আফরিন,খুলনা সিটি ল কলেজের অধ্যক্ষ আউয়াল রাজ, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোঃ আলী সানি,বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু, নাসিব খুলনা মহানগর এর সভাপতি মো: ইফতেখার আলী বাবু, গ্রীন নারী কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সাকেরা বানু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আব্দুল খালেক বলেন,সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নারী উদ্যোক্তা গণ এগিয়ে যাচ্ছে এবং উদ্যোক্তারা দেশের উন্নয়নে এবং অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। খুলনার নারী উদ্যোক্তাদেরকে যেকোনো প্রয়োজনে যেকোনো সহায়তা করতে তিনি আশা ব্যাক্ত করেন।এছাড়া অনুষ্ঠানে আগত অন্যান্য সকল অতিথিবৃন্দ ফাউন্ডেশন এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।