কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি || সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ডিএমসি ক্লাবের আয়োজনে ৪ দলীয় নকআউট স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ ফুটবল একাডেমী চ্যাম্পিয়ান এবং মৌতলা নামাজগড় ফুটবল একাদশ রানার্সআপ হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর ) বিকাল ৪ টায় ডিএমসি ক্লাব মাঠে কালিগঞ্জ ফুটবল একাডেমি বনাম মৌতলা নামাজগড় ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত উত্তেজনা পূর্ণ খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে নির্ধারিত সময়ে গোল না হওয়ায় অবশেষে খেলাটি টাইব্রেকারে নিস্পত্তির সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ।
টাইব্রেকারে কালিগঞ্জ ফুটবল একাডেমি ৩/১ গোলে নামাজগড় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলাটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর সদর ইউপির চেয়ারম্যান ও পিপি এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল।
কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক টি এইচ এ ডাঃ শেখ আকছেদুর রহমান,মথুরেশপুর ইউনিয়ন আ”লীগের সভাপতি মোখলেসুর রহমান রহমান মুকুল, মৌতলা আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ প্রমূখ।
খেলাটির ধারা বর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন, ও এম আর মোস্তাক।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।