1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
শার্শার ঈদগাঁগুলো নব সাজে সজ্জিত,কেনাকাাটায় মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভীড়, খুশী এলাকাবাসী  গাবুরা ছাত্রনেতা শেখ সুমনের পক্ষে থেকে ঈদ উপহার নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে প্রায় চার লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দিঘলিয়ায় পবিত্র ঈদুল ফিতর কে সামনে খেয়া ঘাটে অতিরিক্ত টোলা আদায় উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পাইকগাছাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও মাহেরা নাজনীন  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কে বহিষ্কারের দাবী খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম জামাত সকাল আটটায় সার্কিট হাউজ ময়দানে খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ সহ গ্রেফতার ১১,অস্ত্র গুলি উদ্ধার খুলনা সোনাডাঙ্গা থানার আরামবাগ এলাকায় পুলিশ ও যৌথবাহিনীর অভিযান ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরীতে সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদারে র‍্যাব -৬ খুলনায় যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে – বিআরটিএ অভিযান সৌদির সাথে তাল মিলিয়ে দেশের ৫ জেলায় ঈদ উদযাপন নগরীতে ধারালো অস্ত্র দিয়ে যুবক,কে কুপিয়ে যখম ইসলামী ছাত্র আন্দোলন মহানগরের উদ্যোগে ইফতার মাহফিল খুলনাসহ ৪ বিভাগ পুড়ছে তাপপ্রবাহে, আপাতত নেই কোনো ‘সুখবর’ খুলনায় পাওনা টাকা নিয়ে বিরোধ, হাতুড়ি দিয়ে যুবককে জখম কেশবপুরে যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ তেরখাদার ছাগলাদাহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাজী বিপ্লব গ্রেফতার নাগরিক পার্টির ইফতারের না‌মে বৈষম্যবিরোধী নেতার ‘চাঁদাবাজি’ দিঘলিয়ায় আজীজুল বারী হেলাল এর পক্ষে ঈদ উপহার

বাগেরহাটে সুপারির বাম্পার ফলন;দাম না পাওয়ায় হতাশ চাষীরা

  • প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩০৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || বাগেরহাটে নারকেল, সুপারি ও চিংড়ি উৎপাদনের জন্য বিখ্যাত এই বাগেরহাট জেলা। জেলায় এবার সুপারির বাম্পার ফলন হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এবারই সব থেকে বেশি সুপারির ফলন হয়েছে। তবে এবছর জেলায় গত বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে সুপারির দাম।এতে পান-সুপারি খাওয়া মানুষগুলো খুশী হলেও সুপারি চাষিরা অখুশী।

বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাগেরহাট জেলায় ৩ হাজার ৯৬০ হেক্টর জমিতে সুপারির চাষ হয়েছে। এতে প্রায় ২৬ হাজার ১২৩ টন সুপারি উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য ১ হাজার কোটি টাকার উপরে। দিন-দিন সুপারির চাষ বৃদ্ধি পাচ্ছে বলে দাবি সরকারি এই দপ্তরটির।

জেলায় উৎপাদিত এসব সুপারি বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় বড় বাজারে বিক্রি হয়। ব্যবসায়ীরা এই সুপারি ক্রয় করে পাঠান দেশের বিভিন্ন বড় শহরে। রপ্তানিও হয়ে থাকে সামান্য কিছু। অবশিষ্ট সুপারি পানিতে ভিজিয়ে এবং শুকিয়ে অফসিজনে চরা দামে বিক্রি করেন ব্যবসায়ীরা।

যেসব বাজারে সব থেকে বেশি সুপারি বিক্রি হয়,তার মধ্যে কুচয়া উপজেলার বাধাল বাজার অন্যতম। বাধাল বাজারে হাটের দিনে কয়েক কোটি টাকার সুপারি বিক্রি হয়। সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার এই দুই দিন বসে এই হাট। ভোর ৬টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত চলে ক্রয় বিক্রয়। এই হাটে সুপারি বিক্রি হয় কুড়িতে। এক কুড়ি সমান ২৩১ টি সুপারি।

সরজমিনে গিয়ে দেখা যায়,ফকিরহাটের বেতাগাবাজারের সুপারির হাটে বড় সুপারি প্রতি কুড়ি বিক্রি হচ্ছে ৪‘শ থেকে ৫৫০ টাকা, যা গেল বছর ছিল ৭৫০ থেকে সাড়ে ৮শ টাকা। মাঝারি সুপারি কুড়ি ২৫০ থেকে ৩৫০ টাকা, ছোট ও কাঁচা সুপারি আকার ভেদে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যা গেল বছরের থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কম।

ফকিরহাট উপজেলার বেতাগার নিকলেপুর এলাকা থেকে সুপারি বিক্রি করতে আসা দীপঙ্কর দাস খুলনার খবর’কে বলেন,এবার সুপারির দাম অনেক কম। তিন কুড়ি সুপারি নিয়ে আসছিলাম ১২‘শ টাকা বিক্রি করেছি। আগের বছর হলে অন্তত ১৬‘শ টাকা বিক্রি করতে পারতাম।

কচুয়া এলাকা শুকু আলী খুলনার খবর’কে বলেন,প্রতিটি গাছের সুপারি পাড়াতে ১০ টাকা দিতে হয়। এর পরে ভ্যান ভাড়া-বাজারের খাজনা রয়েছে।

সুপারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ রহমান খুলনার খবর’কে বলে বলেন,গেল বছরের যে সুপারির কুড়ি ৮০০/-টাকা কিনেছি,এবার তার দাম ৪০০/-টাকা। আর সর্বনিন্ম কিনতেছি ১৫০/-টাকা।

ফকিরহাট উপজেলার বেতাগার নিকলেপুর এলাকার সুপারি ব্যবসায়ী শ্যামল দাসের কাছে সুপারির দাম কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি খুলনার খবর’কে বলেন,সুপারির ফলন যেমন বেশি-তেমনি বিদেশ থেকে বিপুল পরিমান শুকনো সুপারি আমদানি করেছে কিছু ব্যবসায়ী। যার কারণে রংপুর, বগুড়াসহ বিভিন্ন বড় মোকামে সুপারির কোন ঘাটতি নেই।

এ ছাড়াও বেতাগা,বাধাল,কচুয়া, বৈলপুর,মাজারমোড়, কালিকাবাড়ি, দৈবজ্ঞহাটি, পোলেরহাট, সিএন্ডবি বাজার’সহ বেশকিছু হাটে সুপারি বিক্রি হয়। সুপারির ক্রয়-বিক্রয়ের সাথে বাগেরহাটের ৫ শতাধিক ব্যবসায়ীসহ ১০ হাজারের বেশি শ্রমিক জড়িত রয়েছে। সুপারির নতুন বাজার সৃষ্টি হলে, সুপারি চাষি ও ব্যবসায়ীরা উপকৃত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খবর বাসস।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার খুলনার খবর’কে বলেন,বাগেরহাট সুপারি প্রধান জেলা। এবার সুপারির ফলন অনেক ভাল হয়েছে। সুপারির ফল বৃদ্ধির জন্য চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে। ফলনের সাথে-সাথে যাতে কৃষকরা ভাল দাম পেতে পারে এজন্য নতুন বাজার সৃষ্টির চেষ্টা চলছে। জরুরী না হলে এবং মৌসুমের সময় সুপারির আমদানি বন্ধ রাখলে কৃষকরা ভাল দাম পাবে বলে মন্তব্য করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।