অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে রামপাল উপজেলার ফয়লা বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
এ সময় আগুনে বাসের সবগুলো সিট পুড়ে ছাই হয়ে যায়। পরে রামপাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ৯টার দিকে হঠাৎ খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে পার্শ্ববর্তী ফাঁড়ির পুলিশ সদস্য এবং রামপাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে আগুনে বাসের সবগুলো সিট পুড়ে ছাই হয়ে যায়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ফয়লা বাসস্ট্যান্ডের অদূরে সড়কের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ সময় স্থানীয় লোকজন ও নিকটবর্তী পুলিশ ফাঁড়ির সদস্যরা আগুন নেভাতে ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে তা জানতে পুলিশ কাজ শুরু করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।