হুমায়ন কবির,ঝিনাইদহ || ঝিনাইদহ শহরের ৩নং পানির ট্যাংকি পাড়ায় কথা-কাটাকাটির জেরে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও যুবলীগ কর্মীসহ ৪ জনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে দুজনকে ঢাকায় রেফার করেন সেখানকার চিকিৎসক।গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন,সদর পৌর সভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান পলাশ,শহরের ট্যাংকিপাড়া এলাকার বাসিন্দা যুবলীগ কর্মী মো.বাদল (৩৫), যুবলীগকর্মী কালু হোসেন এবং আলিফ।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আসা আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সন্ধ্যায় শহরের ৩নং পানির ট্যাংকিপাড়া এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান পলাশ। এ সময় ওই স্থানে আসে যুবলীগ কর্মী মো. বাদলসহ কয়েকজন। তখন রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ৪ জন আহত হন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম শরিফ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।