মাগুরা প্রতিনিধি || দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়ে প্রার্থী হিসেবে প্রথম নিজ এলাকায় গেলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।গতকাল বুধবার বেলা দেড়টায় সাকিব আল হাসান মাগুরায় পৌঁছান।
ক্রিকেটার নন, নৌকার মাঝি সাকিবকে দেখতে দলীয় নেতা-কর্মী ও ভক্তদের ছিল উপচে পড়া ভিড়। মাগুরা-ফরিদপুর সীমান্ত খামারখালী এলাকা থেকে শুরু হয় মানুষের দীর্ঘ জট।
এ সময় সাকিব আল হাসান নিজ গাড়ি থেকে উঠে হাত নাড়তে থাকেন। ফুলের মালা দিতে থাকেন দলীয় নেতা-কর্মী ও ভক্তরা।
সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন,‘সাকিব মাগুরায় প্রবেশ করেছে। এত মানুষ এসেছে, আমরা অবাক হচ্ছি। তার সঙ্গে অনেকে আছে। পরিবার থেকে অনেকে আছে। আমরা খুব খুশি যে মাগুরাবাসী তার মনোনয়নকে খুব ইতিবাচকভাবে দেখছে। নৌকার বিজয় সুনিশ্চিত।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।