খুলনার খবর || ভোটার সচেতনা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ প্রতাশা, বাস্তবতা ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ খুলনার উদ্যোগে বুধবার বিকেলে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম, জেলা কমিটির সম্পাদক নাগরিক নেতা কুদরত ই খুদার পরিচালনায় বৈঠকে কী নোট পেপার উপস্থাপন করেন সুজন মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, স্বাগত বক্তৃতা করেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুজন নেতা এস এম সোহরাব হোসেন,যোগীপোল ইউনিয়নের মহিলা মেম্বর মাহফুজা বেগম,শাহ মামুনুর রহমান তুহিন, আইনুল হক, স্কুল শিক্ষক কালিপদ দাস, সুজন খালিশপুর থানার সম্পাদক খলিলুর রহমান সুমন,সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, একুশের আলোর মাহবুবুল হক, এড. আরিফা খাতুন, সাজেদা রহমান শিখা প্রমূখ।
বক্তারা বলেন,বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় দেশবাসী। যেভাবে একমুখী নীতিতে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করছে এতে সামনে খুবই ক্রাইসেস মূহুর্ত অপেক্ষা করছে। এ নির্বাচনে দেশের ভাল-মন্দ নির্ভর করছে।
বক্তারা আরো বলেন,একতরফা ও সহিংসতাপূর্ণ নির্বাচনের দিকে এগুচ্ছে দেশ। রাজনৈতিক দলসমূহের মধ্যে যদি সমঝোতা না হয়, তবে সামনের দিনগুলো চরম সাংঘর্ষিক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। দেশ চলে যেতে পারে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। যা কারোই কাম্য নয়। অবিলম্বে নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করার জন্য জোর দাবি জানান বক্তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।