অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোরেলগঞ্জে ২৮’নং আলতিবুরুজ বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা মনোয়ারা বেগম ওরফে সেতারা ও তার ছোট বোন জাহানা বেগম এবং ভগ্নিপতি নুরুজ্জামান মোল্লাকে আইনী নোটিশ পাঠানো হয়েছে।
গত ৩১ অক্টোবর বাগেরহাট জেলার সাবেক জেলা রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফজলার রহমান এর পক্ষে এই লিগ্যাল নোটিশ পাঠান বাগেরহাট জজ কোর্টের আইনজীবী মোঃ অহিদুজ্জামান (বাবলু)।ওই দিনই রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশটি পাঠানো হয় বলে নিশ্চিত করেন বাগেরহাট সাবেক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলার রহমান।
নোটিশে আইনজীবী উল্লেখ করেন,গত ইং ২৫ অক্টোবর ২০২৩ ইং তারিখে অনলাইনসহ কিছু প্রচলিত দৈনিক পত্রিকায় মিথ্যা,বানোয়াট ও মানহানিকর বক্তব্য/সংবাদ প্রচার করেছেন এবং দীর্ঘদিন যাবৎ আমার মোয়াক্কেলের ব্যাপারে জনসম্মুখে বা লোকমুখে বিভিন্ন কুৎসা প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্ন করায় সমাজে তাহার অবস্থান ও মান সম্মান ক্ষুন্ন হওয়ায় তাহার আত্মীয় স্বজন ও প্রতিবেশিসহ বন্ধু বান্ধবদের সহিত স্বাভাবিক ভাবে মেলামেশা করিতে পারেন না এবং চরম মানসিক ভাবে বিকার গ্রন্থ হইতেছেন। অথচ আপনাদের দ্বারা যে ত্রুটিপূর্ণ কুটুক্তি বক্তব্য প্রদান করিয়াছেন, যাহা মানহানীকর বক্তব্য বটে।
আইনজীবী মোঃ অহিদুজ্জামান (বাবলু) বলেন,আমার মক্কেল বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলার রহমানের মানহানি জনিত কারণে কমপক্ষে ৫০ (পঞ্চাশ ) লক্ষ টাকা ক্ষতি হইয়াছে। যাহা আপনারা আগামী ৩০ দিনের মধ্যে আমার মক্কেলকে পরিশোধ করিয়া রশিদ লইবেন মর্মে, অনুরোধ করা হল। অন্যথায় আমার মক্কেল ওই মানহানির জন্য বাংলাদেশের প্রচলিত আইন মতে ফৌজদারীও দেওয়ানি সহ অর্থ ঋণ আদালতে প্রতিকার লইতে বাধ্য থাকিবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।