মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির খানের নামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দেওয়া চাকুরী প্রত্যাশী একজন প্রার্থীকে সভাপতি মোবাইল ফোনে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ইরানি খানম ও তার পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ /০৮/২০২২ ইং তারিখে উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি মোসাঃ ইরানী খানম (আয়া) পদে আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে গত কয়েকদিন আগে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির খান আমার পিতার নিকট চাকরিতে নিয়োগের জন্য ৭ লাখ টাকা দাবি করেন।
টাকা চাওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৩ জন সদস্য আমার নাম উল্লেখ করে নাসির খানের নামে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রদান করেন। এ বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০:৩০ মিনিটের সময় সভাপতি নাসির খান মোবাইল ফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয় ভীতি প্রধানসহ সাব জানিয়ে দেন তোর চাকরি এই স্কুলে হবে না।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের সভাপতি নাসির খানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ইরানিকে বৃহস্পতিবার সকালে আমি ফোন করেছিলাম, কিন্তু তাকে কোন গালমন্দ বা ভয় ভীতি দেয়নি । আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হামিদ ভূঁইয়া বলেন, এ সংক্রান্ত কোন কিছুই লিখিত অভিযোগ আমি পাইনি তবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত রয়েছেন। অভিযোগের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত আছে। পরবর্তীতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী বলেন,নিয়োগ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে নিয়োগ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।