পরেশ দেবনাথ,মঙ্গলকোট,কেশবপুর || কেশবপুরের মঙ্গলকোট সবুজ শিক্ষা নিকেতনে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান।
মঙ্গলকোট সবুজ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক-এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এক বছর স্বেচ্ছাশ্রমে প্রতিষ্ঠানে শিক্ষাদান করতে পারেন এমন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী নিয়োগ সম্পর্কে আলোচনা করেন,মঙ্গলকোট সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী শেখ,বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান,আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মোড়ল,মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার,খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর হোসেন, হিজলডাঙ্গা কলেজের অধ্যাপক সাজ্জাত আলী,চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) তরুন কান্তি সরকার,সাংবাদিক পরেশ দেবনাথ,কামনা মল্লিক,ডাঃ আব্দুস সাত্তার,শিক্ষক জিয়াউর রহমান,প্রাক্তন শিক্ষক সংগীত শিল্পী নজর উদ্দিন সানা ও অরূপ ব্রহ্ম,রবিউল ইসলাম,মাহবুবা খাতুন। সভায় এক বছর স্বেচ্ছাশ্রমে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন এমন ৬ জন অভিজ্ঞ শিক্ষক অস্থায়ীভিত্তিতে নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
মঙ্গলকোট গ্রামের সর্বজন শ্রদ্ধেয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত মিলন কুমার চৌধুরী ও কালিয়ারই গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ডাঃ আবু বকর সিদ্দিক মঙ্গলকোট বাজার সংলগ্ন বুড়িভদ্রা নদীর তীরে ১৯৮৫ সালে সবুজ শিক্ষা নিকেতন নামে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাতা ডাঃ আবু বকর সিদ্দিক বলেন, দক্ষিণ বঙ্গের সর্বপ্রথম এই প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী বিভিন্ন উচ্চ পদে পদস্থ আছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।