পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনকল্পে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ওই স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে,যশোর জেলার অন্তর্গত কেশবপুর ও মণিরামপুর উপজেলার ভবদহ অঞ্চলে অবস্থিত ২৭টি বিলের চারপাশে ৬টি ইউনিয়নের ৬৮টি গ্রাম রয়েছে। বিলে ধানী জমির পরিমাণ ৮৮ হাজার হেক্টর। দীর্ঘ কয়েক বছর যাবৎ এ বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্রমান্বয়ে স্থায়ী রূপ লাভ করেছে। নদী ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় গত বছর ২৭ বিলে প্রায় ৫০ ভাগ এলাকায় বোরো আবাদ হয়নি। এবারও বোরো আবাদ না হওয়ার আশঙ্কা রয়েছে। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলজ, বনজ ও সর্বজি ক্ষেত। ফলে,মানুষের জীবনজীবিকা, কর্মসংস্থান, অর্থনীতি,শিক্ষা, গোখাদ্য ও সামাজিক কর্মকান্ডের উপর বিরূপ প্রভাব পড়ছে।
১৪ দফা দাবির ভেতর রয়েছে,কেশবপুরের বিলখুকশিয়ার ডায়েরখালি খালের আট ব্যান্ড সুইস গেট সংলগ্ন শ্রীহরি নদী জরুরি ভিত্তিতে খনন,পানি নিষ্কাশনে সকল খালের বাধাসমূহ অপসারণ, শ্রীহরি নদীর অববাহিকায় যে কোনো একটা বিলে জোয়ারাধার (টিআরএম) প্রকল্প চালু, সকল নদী দখল মুক্ত,ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপুরণ, জলাবদ্ধ অঞ্চলে বিভিন্ন পানিবাহিত রোগের চিকিৎসা বিনাখরচে করা, পদ্মা/ভৈরব/মাথাভাঙ্গা নদীর সাথে এ অঞ্চলের নদীগুলোর সংযোগ স্থাপন করা, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে জন সম্পৃক্ততা করণ নিশ্চিত করা, সমস্যা সমাধানে লোকজনের সমন্বয় ঘটানো, ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া প্রভৃতি।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী,আহবায়ক বাবুর আলী গোলদার,যুগ্ম আহবায়ক সনজিত বিশ্বাস, সদস্য বৈদ্যনাথ সরকার,শওকত হোসেনসহ কমিটির নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।