পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিবাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর (শনিবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন- এর সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোতাহার হোসাইন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খান, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি অধ্যাপক মছিহুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম প্রমূখ।কোরআন থেকে পাঠ করেন, মনিরা খাতুন এবং গীতা থেকে পাঠ করেন রত্না রাণী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।