খুলনার খবর || মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানাতে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণিপেশার মানুষ।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে আনুষ্ঠানিকভাবে খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসব দল ও সংগঠনের মধ্যে ছিল মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,আওয়ামী লীগ (জেলা ও মহানগর), খুলনা সিটি করপোরেশন, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ আরও অনেক।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।