মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস।১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের মাধ্যমে লাভ করেছিলো বাংলাদেশের বিজয়। বাঙ্গালী জাতি পেয়েছিলো লাল সবুজের পতাকা। দীর্ঘ ৯ মাসের যুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত হয়েছিলো বাঙ্গালী জাতির একটি মানচিত্র যার নাম বাংলাদেশ। সেই থেকে প্রতি বছর রাষ্টীয় মর্যাদায় এই দিনটি মহান স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়।
১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে লোহাগড়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু,লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুন্সি আলাউদ্দিন,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি) আফরিন জাহান,ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় পুলিশের কর্মকর্তা,উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল,কলেজের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস উপজেলায় কর্মরত বীরমুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় ও মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করন। পরে স্বাধীনতার উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ উপভোগ করেন। এসময় শত শত মানুষ এই মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।