নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় প্রয়াত শিক্ষাবিদ নুর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩৯ তম শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্তরের উন্মুক্ত মঞ্চে নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্রাস্টির সহ-সভাপতি বরেণ্য শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষা শ.ম. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এ এইচ এম আব্দুর রউফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুন্নাহার লিনা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্ট এর সদস্য সচিব এস এম হায়াতুজ্জামান,লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষিকা ও প্রয়াত নুর মোহাম্মদের পুত্রবধূ মরিয়ম বেগম সাথী,শিক্ষক আব্দুল হান্নান বিশ্বাস ,কে এম রেজাউল ইসলাম,আরাফাত রহমান প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।