লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন উপাসনালয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসকে বরণ করে নিলেন মন্দির পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নাট মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি জুড়োন ঘোষের সভাপতিত্বে ও সহ সম্পাদক রূপক মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পর্ষদের উপদেষ্টা বালা কমল কৃষ্ণ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় দাস,সহ সম্পাদক কিশোর রায়,রনজিত টিকাদার,প্রচার সম্পাদক কাজল পাল, অসীম রায়,বাবু কর্মকার,পার্থ,অমল,আশীষ দত্ত প্রমূখ।
মতবিনিময় সভার শুরুতে মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মতবিনিময় সভায় মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, ” সকলে মিলেমিশে কাজ করতে হবে। ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে। উপাসনালয়ের অখন্ডতা ও পবিত্রতা রক্ষা করতে হবে”।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।