খুলনার খবর || খুলনার ৬টি আসনে এখনও নির্বাচনী প্রচারে নামেনি জাতীয় পার্টির ৬ প্রার্থী। শুধু প্রচারে না নামাই নয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার পক্ষেও মত দিয়েছেন জেলা থেকে তৃণমূলের বেশিরভাগ নেতা।
এছাড়া এখনই সরে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন নির্বাচনে অংশ নেয়া তিন প্রার্থী। বাকি তিনজন আরও দু-তিন দিন পরিস্থিতি পর্যবেক্ষণের পক্ষে মত দিয়েছেন।
গতকাল বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির কার্যালয়ে সভা করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এতে দলের ছয় প্রার্থী, মহানগর, জেলা, থানা, উপজেলা ও ওয়ার্ড কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় অধিকাংশ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট নন। কমিটিগুলোর অধিকাংশ নেতাই মতবিনিময় সভায় নির্বাচন থেকে সরে যাওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেছেন।
নেতাকর্মীরা জানান, তাদের ধারণা ছিল, খুলনা-৬ আসনটি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দেবে। কিন্তু ৬ বা অন্য কোনো আসনেও আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাড় না দেয়ায় নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ।খুলনা-৩ আসনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন, খুলনা-৫ আসনের প্রার্থী মো. শাহীদ আলম ও খুলনা-৬ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মধু নির্বাচন থেকে এখনই সরে যাওয়ার পক্ষে মত দেন।
জানা যায়, দুই-এক দিনের মধ্যে ঢাকায় গিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টি জানানো হবে। সেখান থেকে সন্তোষজনক সমাধান না পেলে তারা ছয় প্রার্থী খুলনায় ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করতে পারেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।