মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার “ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম,বাংলাদেশ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে (স্কুল,মাদ্রাসা ও কারিগরি) ৬ষ্ট ও ৮ম শ্রেণীর নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক সপ্তাহব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উপজেলার ৩৫ টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১১টি বিষয়ের মোট ৩৫৮ জন বিষয় ভিত্তিক শিক্ষক অংশগ্রহণ করেন। প্রথম ধাপে ২১ থেকে ২৪ ডিসেম্বর ৬ষ্ট ও ৮ম শ্রেণীর এবং দ্বিতীয় ধাপে আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর ৮ম ও ৯ম শ্রেণীর বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণে অংশগ্ৰহণ করেছে বলে জানা গেছে ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।