নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার প্রানকেন্দ্রে লক্ষ্মীপাশা রেসিডেন্সিয়াল মডেল প্রি ক্যাডেট স্কুল নামে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ( ২৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় লোহাগড়া উপজেলা ডাকবাংলো সংলগ্ন লক্ষ্মীপাশা রেসিডেন্সিয়াল মডেল স্কুল চত্বরে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোশারফ হোসেন মোল্যার সভাপতিত্বে ও শিক্ষক আরাফাত হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নান বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক মুন্সী শরিফুল ইসলাম, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: মাহমুদুল হাসান লিটুসহ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,’ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এমন একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য স্কুল পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান এবং অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে লক্ষ্মীপাশা রেসিডেন্সিয়াল মডেল প্রি ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।