পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের বালিয়াডাঙ্গায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে কেশবপুর কালভেরী ব্যাপিষ্ট চার্চ (বালিয়াডাঙ্গা)-এর আয়োজনে ওই বড়দিন পালিত হয়। খ্রিস্টধর্মের প্রবর্তক এইদিনে যীশু খ্রিস্ট ফিলিস্তিনের পশ্চিম তীরে বেথলেহেম শহরে এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেন।এ-উপলক্ষে বালিয়াডাঙ্গা মিশনে ধর্মীয় প্রার্থনা, কেকে কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালভেরী ব্যাপিষ্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজীব সাহা, ইনসট্রাক্টর রবিউল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু, কেশবপুর সরকারি পাইলট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জযদেব চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে ও আব্দুলাহ আল ফুয়াদ, সাংবাদিক তন্ময় মিত্র বাপী,চারুপীঠ একাডেমি সহ সভাপতি মাছুম বিল্লাহ, বিশিষ্ঠ চিত্রশিল্পী মলয় বিশ্বাস প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।