আলী আজীম, মোংলা (বাগেরহাট) || শরণখোলা উপজেলা প্রশাসন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে শরণখোলায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম’র সভাপতিত্ব আয়োজিত সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, ১নং ধানসাগর ইউপি চেয়ারম্যান মো: মইনুল হোসেন টিপু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনন্জয় মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, কৃষি অফিসার দেবব্রত সরকারসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বাল্যবিবাহ বন্ধে চলমান কার্যক্রম ও নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদান বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক যোগাযোগ বৃদ্ধি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার উপর জোর দেন বক্তাগণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।