মাগুরা প্রতিনিধি || ৪৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছে মাগুরার এম এম তারিক উল্লাহ শোভন। শোভন মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ছোট কলমধারী গ্রামের অধ্যক্ষ মো. মৈমূর আলী মৃধার ছেলে।
জানা যায়, এম এম তারিক উল্লাহ শোভন ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী। মহম্মদপুর সদরের সরকারি আর.এস. কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ ৫ পাওয়ার পর ঢাকার নটরডেম কলেজে ভর্তি হয়। নটরডেম থেকেও এইচএসসিতে জিপিএ ৫ পায়।
পরে শোভন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে তারিক উল্লাহ শোভন সুপারিশপ্রাপ্ত হয়েছে।
পিএসসির সিদ্ধান্ত অনুসারে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে ও ৬৪২ জনকে নন–ক্যাডারসহ মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১০০ জন পুলিশ ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়। তাদের মধ্যে সবার উপরে এম এম তারিক উল্লাহ শোভন।
এম এম তারিক উল্লাহ জানান, আমার পরিবারের স্বপ্ন ছিলো আমি বিসিএস ক্যাডার হবো। বিসিএসে প্রথম পছন্দ ছিলো পুলিশ ক্যাডার। আমি পুলিশ অফিসার হয়ে দেশের সেবা করতে চায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।