সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি ||খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে ২৮ শে ডিসেম্বর বৃহস্পতিবার ৩ নং ছাগলাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে দুপুর ১টা ৩০ মিনিটের সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গরীব দুঃখী,অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মারুফা বেগম নেলি। ইছামতি প্রতিবন্ধী কল্যান সংস্থা কর্তৃক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলি বলেন প্রতিবন্ধীদের সার্বিক ভাবে সহযোগিতা করতে পারলে আমার ভালো লাগে।তাই আপনাদের যদি কারোর কোন সমস্যা থাকে আপনারা আমার কাছে যাবেন আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শারাফাত হোসেন মুক্তি , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) খুলনা জেলা বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান,রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইছামতি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) খুলনা বিভাগীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক দেশ সেবা পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক মো:রবিউল ইসলাম,হেকমত আলী মোল্লা,ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরক মাহমুদ রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুস্তাফিজম বিল্লাহ, এইচ এম রহমতুল্লাহ,হামিম বিল্লাহ,ইউনিয়ন পরিষদের সচিব হিসাব সহকারী মুন্নি খানম,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আরিফুজ্জামান বুলু,কাজী আশিকুজ্জামান লিটন,গ্রাম পুলিশ সাহেব আলী,বদির হোসেন, শিউলি খানম ও প্রতিবন্ধী কল্যান সংস্থার সদস্যবৃন্দ ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।