পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। সোমবার (১ জানুয়ারি) দুপুরে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ রোকনুজ্জামান-এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ তুহিন হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল আলম, কেশবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার( প্রাথমিক) মোঃ আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক প্রবীর কুমার সরকার, সহকারী অধ্যাপক মোঃ মসিউর রহমান। এছাড়াও ছাত্র, শিক্ষক ও সম্মানিত অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মোঃ তুহিন হোসেন। নতুন বছরের শুরুতে শিক্ষার্থীরা বই পেয়ে আনন্দমুখর হয়ে ওঠে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।