খুলনার খবর || পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন টেকেরখাল এলাকা থেকে বনকর্মীরা একটি মৃত হরিণ উদ্ধার করেছেন।কোবাদক স্টেশনের সদস্যরা নিয়মিত টহলের সময় বুধবার (৩ জানুয়ারি) বিকেলে টেকেরখাল এলাকা থেকে ফাঁদে আটকে মৃত ওই হরিণটি উদ্ধার করেন। এসময় সেখান থেকে হরিণ শিকারে ব্যবহৃত দেড় শতাধিক নাইলনের রশির ফাঁদ জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন,গতকাল বুধবার কোবাদক স্টেশনের ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন টহলে যায়। এসময় তারা টেকেরখাল এলাকার বনের মধ্যে পেতে রাখা ফাঁদে আটকে পড়া একটি মৃত হরিণকে দেখতে পায়। পরবর্তীতে গোটা এলাকা তল্লাশি করে ছয়টি বস্তাসহ দেড় শতাধিক ফাঁদ উদ্ধার করে।
তিনি আরও বলেন, হরিণ শিকারের ঘটনায় অজ্ঞাত নাম-পরিচয়ের ব্যক্তিদের আসামি করে বন আইনে মামলা হবে।পাশাপাশি হরিন শিকারি চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।