রায়হান শরীফ সাব্বির,ঢাকা || আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারের তেমন কোন উপস্থিতি দেখা যায়নি। ঢাকা ৫,ঢাকা ৮,ঢাকা ১১ এবং ঢাকা ১২ আসনের বিভিন্ন কেন্দ্রে শুধুমাত্র কিছু পুলিশ এবং পোলিং এজেন্ট এর উপস্থিতি লক্ষ্য করা যায়।
মাঝে মাঝে দুই-একজন ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে বাহিরে সরকার দলীয় কর্মী সমর্থকদের বিপুল পরিমাণে উপস্থিতি লক্ষ্য করা যায়। যেহেতু উপস্থিতি কম ছিল তাই ভোটকেন্দ্র গুলোতে সংঘর্ষ বা সহিংসতার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে হাজারীবাগে দুপুরে একটি কেন্দ্রের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে যেখানে এক শিশুসহ তিনজন আহত হয়।
ভোটারের উপস্থিতি অনেক কম হওয়ার মাঝেও কিছু সাধারন মানুষ তাদের মধ্যেও কিছু অভিযোগ করেন যে তাদের ভোট অলরেডি দেয়া হয়ে গেছে। বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনুপস্থিতিতে জাতীয় নির্বাচন অনেকটাই পানসে হয়ে গেছে বলে মনে করছেন সাধারণ জনগণ। এখনো ভোটার বাড়ার আশা করছেন পোলিং এজেন্ট এবং রিটার্নিং অফিসারের।
কেন্দ্রের যারা দায়িত্বে আছেন তারা আশা করছেন ভোটার বাড়ার জন্য এবং বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। সবকিছু গুছিয়ে ভোট গণনা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসারগণ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।