যশোর প্রতিনিধি || বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া যশোরের ছয়টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে যশোর-১ আসনে (শার্শা উপজেলা) স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ট্রাক প্রতীকের প্রার্থী বেলা ১১টায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
যশোরের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য আহত এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
রোববার সকাল ৭টা ১৫ মিনিটে যশোর-৩ আসনে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাড়ে ৯টায় যশোর-৫ আসনে মনিরামপুর উপজেলার হেলাঞ্চিতে কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সব ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৯ বছর বয়সী মারুফ হোসেনকে যশোর পুলিশ লাইন্স হাসপাতালে ও ৪৫ বছর বয়সী মশিউর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোট চলাকালে যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা) আসনের মাটিকোমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের দুই সমর্থককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। আহতরা হলেন আন্দোলপোতা গ্রামের রুবেল ও বাদশা।তবে এসব ঘটনায় যশোরের ৬টি আসনের কোথাও ভোটগ্রহণ বন্ধ থাকেনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।