অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শেষ হয়েছে এরই ধারাবাহিকতায় মোংলায় উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ভোটগ্রহণ।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয় এবং শেষ হয়েছে বিকাল ৪টায়। ভোরে শীতের মধ্যে কেন্দ্রেগুলোতে কম ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়ে চোখে পড়ার মতো।এর আগে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছায় ব্যালট পেপার। তবে দুর্গম এলাকায় ব্যালট গত ৬ জানুয়ারি পৌঁছানো হয়।
মোংলা উপজেলায় ৪৮টি কেন্দ্রের ভোট দেবেন ভোটাররা। ভোটও শুরু হয়েছে ৮টা থেকে। তবে বেশ কয়েকটি কেন্দ্রে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভোট নিতে পারেনি।
সরেজমিনে ঘুরে দেখা গেছে,তরুণেরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কেন্দ্রগুলোতে ভোট দিতে আসছেন। পাশাপাশি বয়স্কদেরও দেখা গেছে।
মোংলা উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানাযায়, নতুন ভোটারদের উপস্থিতি বেশি। তারা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। এছাড়াও বয়স্করাও ভোট দিতে আসছেন দলে দলে। এবং সুষ্ঠু ও নিরপক্ষ হচ্ছে প্রতিটা কেন্দ্রের ভোট গ্রহণ।
মোংলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসনে আছে একটি পৌরসভা ও ১৬’টি ইউনিয়ন। এখানে ভোটার আছেন ২’লাখ ৫৪’হাজার ৮৯৫’জন। এরমধ্যে পুরুষ ভোটার ১’লাখ ২৭’হাজার ১৭৭’জন এবং নারী ভোটার ১’লাখ ২৭’হাজার ৭১৮’জন। আসনটিতে এবার আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭’জন প্রার্থী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।