সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে ভোট দিতে পেরে খুব খুশি হয়েছেন ভোটাররা। স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছিলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির নির্দেশ মত সুষ্ঠু নিরপেক্ষ শান্তি পূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিতি হয়ে নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে পারে তার জন্য জেলার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী নিশ্চয়তা দিয়েছেন। আর এরজন্য আইন শৃঙ্খলাবাহিনী পুলিশ বিজিবি র্যাব ও স্ট্রাইকিং ফোর্সসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সহিংসতা, সংঘাত ও সংঘর্ষমুক্ত রাখতে চারটি আসনের বিপরীতে জেলা ম্যাজিস্টেটের ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৫৩ সদস্যের সশস্ত্র বাহিনী, ৩৮০ সদস্যের বিজিবি, ৭১ সদস্যের র্যাব, পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
প্রতিটি কেন্দ্রে ১ জন পুলিশ ও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ ১০০টি কেন্দ্রে ২ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন।
এবারের এ সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার চারটি সংসদীয় আসনের ৬০২টি ভোট কেন্দ্রে ৩ হাজার ৭১৮টি বুথে ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।