এম,কে জামান সুমন,ঢাকা || আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। ফেলানী দিবসে তামাশার নির্বাচন’ শীর্ষক নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার,সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম,সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শহীদ ফেলানী দিবসে তামাশার নির্বাচন করাকে প্রতিবাদ হিসেবে কালো দিন ঘোষনা করেছিল এবি পার্টি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির নেতৃবৃন্দ বলেন,কোন বাড়ীতে ডাকাতি হলে ডাকাত চলে যাবার পর মানুষ শুনতে চায় ডাকাতরা কীভাবে ডাকাতি করেছে এবং কতটুকু সম্পদ ও মালামাল লুটপাট করেছে। আমরা সংবাদ সম্মেলনে সেই ডাকাতির কিয়দংশ পর্যালোচনা করে দেখেছি এই ভোট নামক ডাকাতিতে প্রকৃতপক্ষে ৫ শতাংশের বেশী ভোটার অংশ নেয়নি, নির্বাচন কমিশন নানা ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে সেটাকে ৪০ ভাগ দেখানোর চেষ্টা করছে। তারা বলেন এ থেকে দেখা যায়, হয় আওয়ামীনীগের সমর্থন ৫ ভাগে নেমে এসেছে অথবা আওয়ামীলীগের লোকেরাও নীরবে এই ভোট প্রত্যাখ্যান করেছে।
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর অব. মিনার বলেন, গণতন্ত্র হত্যা আওয়ামীলীগের স্বভাবজাত চরিত্র। গনতন্ত্র ধ্বংস করা তাদের পুরোনো ঐতিহ্য। আওয়ামীলীগের কর্মকাণ্ড দেখলে বোঝা যাবে তারা এন্টি সোস্যাল ডিজঅর্ডারের রোগী। আজ দ্রব্যমূল্য আকাশচুম্বী অথচ আওয়ামীলীগের সেটা নিয়ে কোন মাথাব্যথা নেই। তারা পুলিশ,বিজিবি দিয়ে দমন নিপীড়ন চালাচ্ছে। তিনি বলেন, আওয়ামী এমপি কক্সবাজারের জাফর আলম সাহেব ভোট বর্জন করেছেন, কারণ বিজিবি ও গোয়েন্দা সংস্থার লোকেরা সেন্টার ব্লক করে একজন আওয়ামী দালালের পক্ষে ব্যালট বাক্স ভর্তি করেছে, এটা কতবড় লজ্জার বিষয়!
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আজকের এই দিনকে আমরা শহীদ ফেলানী দিবস পালন করি। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়ে কাঁটাতারে ৫ ঘন্টা ঝুলেছিলো হতভাগ্য ফেলানীর লাশ, আমাদের সীমান্তরক্ষী বাহিনী তাকে বাঁচাতে এগিয়ে যায়নি। শহীদ ফেলানীকে যেভাবে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলো আজকের এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ আজ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে কাঁটাতারে ঝুলিয়ে দিলো। আমরা এই পরাধীনতার শৃঙ্খল মেনে নেবোনা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এবি পার্টি সংগ্রাম চালিয়ে যাবে, যার নেতৃত্ব দিবে এদেশের তরুণ প্রজন্ম।
মজিবুর রহমান মঞ্জু বলেন আমরা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেখলাম, নির্বাচনী কেন্দ্রগুলোর বাইরে আওয়ামীলীগের ক্যাডাররা লাইন ধরে আছে কিন্তু তারা কেউ ভোট দিতে ঢুকছেনা। হাজার হাজার ভোটকেন্দ্র দেখা গেলো ভোটার শুন্য। বহু নির্বাচন কেন্দ্রে ভোটারের বদলে ছাগল, কুকুর, ভেড়া আর বানরের পাল দেখা গেছে। গোটা দেশের মানুষ এই তামাশার নির্বাচনকে এত চরমভাবে প্রত্যাখান করেছে, যা আমাদের ধারণা বা প্রত্যাশারও বাইরে ছিল। তিনি বলেন, এই অবৈধ ফ্যাসিবাদী সরকার প্রতিবেশী রাষ্ট্রের একতরফা পররাষ্ট্রনীতির সহোযোগিতায় যেভাবে বাংলাদেশের গণতান্ত্রকে হত্যা করলো তা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। আমরা ভারতের গণতন্ত্রকামী মানুষকে বলতে চাই, আপনারা আপনাদের সরকারকে বলুন তারা যেন গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে থাকে। স্বৈরতন্ত্রকে তারা যেন সমর্থন না দেয়। মঞ্জু বলেন, আমরা মনেকরি তামাশার এই একতরফা নির্বাচনের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ,সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান,মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন,সহকারী সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, অধ্যাপক আবু হেলাল,মাসুদ জমাদ্দার রানা,ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির,যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার,কেফায়েত হোসেন তানভীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু,আমিরুল ইসলাম নুর,যুবপার্টির যুগ্ম সদস্যসচিব সুলতানা রাজিয়া মহানগর উত্তরের সদস্যসচিব শাহিনুর আক্তার শীলা,কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ,আব্দুর রব জামিল,উদয় তাসমির পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি,যাত্রাবাড়ী থানা সমন্বয়ক সিএম আরিফ সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।