মাগুরা প্রতিনিধি || দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান ও বীরেন শিকদার বিজয়ী হয়েছেন।রোববার (৭ জানুয়ারি) রাতে মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করেন।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়।ভোটগ্রহন শেষে বেসরকারি ফলাফলে মাগুরা-১ (মাগুরা সদর-শ্রীপুর) আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতিকের প্রার্থী মো. রেজাউল ইসলাম ৫ হাজার ৯৯৪ ভোট পেয়েছেন।
অন্যদিকে মাগুরা-২ (শালিখা-মহম্মপুর) আসনে নৌকার প্রার্থী শ্রী বীরেন শিকদার ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাঙ্গল প্রতীকের মো. মুরাদ আলী ১৩ হাজার ২৮৭ ভোট পেয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।