নিজস্ব সংবাদদাতা,খুলনা || দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০২,খুলনা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী এবারও বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৮৬ হাজার ১৯৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস,এম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।
অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে তিনি ২৫ হাজার ৩০১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।খুলনার রূপসা,তেরখাদা এবং দিঘলিয়া এই তিন উপজেলা নিয়ে খুলনা-৪ আসন গঠিত।এই তিন উপজেলায় আব্দুস সালাম মূর্শেদী শুধু একটি নাম নয়, তিনি এতদঅঞ্চলের জনগণের একজন প্রাণের মানুষ,ভালোবাসার মানুষ।তিনি একজন ভদ্র,সভ্য,বিনয়ী এবং একজন জনদরদি এবং জনহিতৈষী ব্যক্তি।রাজনীতির ক্ষেত্রে তিনি পরপর তিনবার জাতীয় সংসদ এর সদস্য নির্বাচিত হয়ে দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ রেখেছেন। মানবতা এবং জনসেবায় তাঁর কোন তুলনা হয় না। ক্রীড়া জগতে তিনি ছিলেন একসময়ের খ্যাতিমান ফুটবল প্লেয়ার।
রাজনৈতিক অঙ্গনেও এখন তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে খুলনা-৪ আসনের সর্বত্র। তাইতো ৮ জানুয়ারি বিকালে তাঁর খুলনার রাজনৈতিক অফিসে ঢল নামে হাজারো মানুষের। দুপুরের পর থেকে এমপি আব্দুস সালাম মূর্শেদীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে দলে দলে মানুষ আসতে থাকে তার রাজনৈতিক অফিসে।তাদের হাতে ছিল রংবেরঙের ফুলের মালা, বিভিন্ন সাইজের ফুলের ডালি এবং ফুলের রাজা তাজা গোলাপ দিয়ে সুসজ্জিত নৌকা।
মুহূর্তের মধ্যে লোকে লোকারণ্য হয়ে যায় আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকাটি। একজন সুদক্ষ নেতার প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ যে এভাবে ঘটতে পারে, তা যারা না দেখেছে তাদের ভাষার মাধ্যমে বোঝানো খুব দূরুহ এবং কঠিন।
কিছুক্ষণের মধ্যেই নেতা আসেন তাঁর স্বভাবসুলভ পায়জামা পাঞ্জাবি পরে লোক সম্মুখে। এসেই তিনি সবাইকে সালাম জানিয়ে তাঁর প্রাণের মানুষদের হাত নেড়ে অভিবাদন জানান।
এলাকাবাসীর প্রিয় নেতা এমপি আব্দুস সালাম মূর্শেদীকে শুভেচ্ছা জানানোর জন্য সাউন্ড সিস্টেমের মাধ্যমে নেতা কর্মী এবং জনসাধারণকে আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে মুখরিত করে দলে দলে এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
এভাবে পর্যায়ক্রমে হাজারো মানুষের শ্রদ্ধা,ভালোবাসা এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি আব্দুস সালাম মূর্শেদী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।