পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদ কেশবপুর শাখার আয়োজনে এবং বিবেকানন্দ হিউম্যান সেন্টার ও শোভা ফাউন্ডেশন লন্ডন-এর সহযোগিতায় স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম শত বার্ষিকী ও ১৬২ তম জন্মতিথি উৎসব উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রম মজিদপুরে শুক্রবার (১২জানুয়ারী) বিকেলে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদ কেশবপুর শাখার সভাপতি অচিন্ত সেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুমার জ্যোতি বিশ্বাস-এর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রামকৃষ্ণ সেবাশ্রম মজিদপুরের সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাধারণ সম্পাদক কালীপদ পাল,কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, রামকৃষ্ণ সেবাশ্রমের পুরোহিত ভাল্লুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত, পলাশ সিংহ, প্রভাষক কুন্তল বিশ্বাস-সহ রামকৃষ্ণ সেবাশ্রম, বিবেকান্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদ ও সারদা সংঘের নেতৃবৃন্দ। এসময় ৬০ জন শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসাবে চাঁদার ও জ্যাকেট বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।