অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || মোংলার মিঠাখালী ইউনিয়নের ৩’নং ওয়ার্ডের সাতঘরিয়া এলাকায় মোঃ কামাল শেখের ৫’বছরের ক্রয়কিত একটি চিংড়ি ঘের জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল’সহ তার সহযোগী মোঃ মুরাদ হাজারী ও জমি মালিকের ছেলে বিপুল মন্ডলের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাতঘরিয়া মৌজায় ৬’বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি চাষ করে আসছিলেন মোঃ কামাল শেখ। ধান ও মৎস্য চাষে অক্ষম জমির মালিক (হাড়িতে) ভাড়ায় ৫ বছরের জন্য শর্ত স্বাপেক্ষে তাকে চিংড়ি চাষের জন্য রেজিস্ট্রি করে দেন। ২০২১ সালের শেষের দিকে জমির মালিক মৃত অজয় মন্ডল অগ্রিম ভাড়ার টাকা বুঝে নিয়ে মোঃ কামাল শেখ’কে ৬’বিঘা একটি চিংড়ি ঘেরে জমি চুক্তি ভিত্তিক হস্তান্তর করেন। ২০২২ সালে ওই জমিতে মৌসুমের শুরুতে চিংড়ি চাষ শুরু করেন মোঃ কামাল শেখ। অগ্রিম ভাড়ার টাকা, ঘের প্রস্তুত ও মাছ ছাড়া’সহ বিনেযোগ করেন প্রায় ৪০ লাখ টাকার বেশি। চুক্তি শর্তের ৫ বছরের মধ্যে এক’বছর না যেতেই লোভনীয় চিংড়ি ঘেরটির উপর নজর পড়ে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল’সহ তার সহযোগী মোঃ মুরাদ হাজারী ও জমির মালিকের ছেলে বিপুল মন্ডলের। আর ঘেরটির দখলদারিত্ব নিতে নানা চক্রান্তে মেতে উঠেন তারা। চিংড়ি ঘের ক্রয়কারী মোঃ কামাল শেখ’কে নানা প্রকার ভয়ভ্রীতি ও ক্ষমতার দাপট দেখিতে জোর পুর্বক চলতি মৌসুমের শেষের দিকে মোঃ কামাল শেখ চিংড়ি ঘেরটি জবরদখল করে নেন। মোঃ কামাল শেখের কাছ থেকে কেঁড়ে নেয়া এ চিংড়ি ঘেরটি থেকে টানা ৫ মাস ধরে চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির লাখ লাখ টাকার মাছ লুটে নেয় তারা।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ কামাল শেখ বলেন, আমার ক্রয়কিত ঘেরটিতে আমি দীর্ঘদিন ধরে চিংড়ি চাষ করে আসছিলাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল’সহ তার সহযোগী মোঃ মুরাদ হাজারী ও জমির মালিকের ছেলে বিপুল মন্ডল। আমার ক্রয়কিত চিংড়ি ঘেরটি জবরদখল করে নেয়ার পর নিজের ঘেরে যেতে পারছি না। তারা আমাকে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। এবং আমি’সহ আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি ধামকি প্রতিনিয়ত দিয়ে আসছে বা দিচ্ছে।
তিনি আরও বলেন, আমি আমার ক্রয়কিত চিংড়ি ঘেরটি যারা জবরদখল করেছে আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এবং তাদের বিচার চাই ও আমার চিংড়ি ঘেরটি জবরদখল মুক্ত চাই।
স্থানীয় চিংড়ি ঘের মালিকেরা বলেন, জবরদখলদার গ্রুপ অনেক শক্তিশালী মোঃ কামাল শেখের কাছ থেকে জোরপূর্বক ঘেরটি জবরদখল করে নিয়েছে এবং আমরা এ বিষয়ে কিছু বলতে গেলে আমাদেরকে বিভিন্ন রকম হুমকি ধামকি দেয় তারা । টাকা আর ক্ষমতার দাপটে মোঃ কামাল শেখের কাছ থেকে চিংড়ি ঘেরটি জবরদখল করে নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিচ্ছে। আমরা এই জবরদখল কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলে সঙ্গে যোগাযোগ কারার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এবং তার সহযোগী মোঃ মুরাদ হাজারী ও বিপুল মন্ডলের সঙ্গে যোগাযোগ কারার চেষ্টা করলেও তারা আমাদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয় নাই। এবং থানায় মামলা বা অভিযোগ দায়ের করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।