মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি ||
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ত্বাবধায়নে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওত্তায় আজ সোমবার (১৫ জানুয়ারী) সকাল সাড়ে দশটায় বটিয়াঘাটা উপজেলা বিআরডিবি মিলনায়তনে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন,বটিয়ঘাটা উপজেলা এসিল্যান্ড কর্মকর্তা জনাব মোঃ আসাদুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন,উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি ও প্রাক্তন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন ৪ ইউনিয়নের চেয়ারম্যান মহােদয়।পল্লব কুমার বিশ্বাস -বটিয়াঘাটা ইউপি,এস কে জাকির হোসেন
-সুরখালী ইউপি,মোঃ আসাবুর রহমান-বালিয়াডাঙ্গা ইউপি, জি এম মিলন-আমিরপুর ইউপি।
পাশাপাশি ৭টি ইউনিয়নের সদস্য সদস্যাবৃন্দরা উপস্থিত ছিলেন তারা হলেন,পার্থ রায়,দেবব্রত মল্লিক,মনোয়ারা খাতুন, বিবেক বিশ্বাস,কিংকর রায়,পপি তরফদার,মোঃ সেলিম,মনিরুল ইসলাম,এস,এম ফিরদ রানা, সরদার নাজমূল সাকিব সিদ্দিকী,আবুল কালাম হাওলাদার,রুনা, মোঃ মুরাদ,শশাংক হালদার,মোঃ শাহনেওয়াজ,বোরহান উদ্দিন,মারুফা বেগম,কৌশিক পাল,মোঃ সাঈদ শেখ, উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সাধারন সম্পাদক খায়রুন আক্তার।
সহায়ক হিসাবে উপস্থিত থাকেন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ,এডভোকেসি ও নেটওয়ার্কিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন ও জেলা সমন্বয়কারী দীপ্তি রায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।