শরিফুল ইসলাম || শীত কারো জন্য উপভোগের বিষয় হলেও কারো জন্য নিদারুণ কষ্টের। বিশেষ করে নগরীর ছিন্নমূল মানুষ যারা দিন এনে দিন খায় তাদের কষ্টের শেষ নেই এই শীতে। গরম কাপড়ের অভাবে কষ্টেই রাত কাটাতে হয় এসব মানুষকে।খুলনায় কুয়াশা ও ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল বাতাস আর কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খড়কুটো জ্বালিয়েও শীত নিবারণে ব্যস্ত শিশু থেকে বৃদ্ধ। আর এদিকে শীতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ বেশি ভোগান্তিতে পড়ছে।
দিনের বেলায় যদিও শীত তুলনামুলক কম অনুভূত হলেও রাতের দিকে তাপমাত্রা ১০ থেকে ১১ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এতে বিপাকে পড়ছে শিশু ও বয়স্ক মানুষেরা।
রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ে শীতের তীব্রতা।নগরীতে তীব্র শীতে অনেকেই খোলা আকাশের নিচে, যাত্রী ছাউনিতে, রেলস্টেশনে, বড় দালানের দেওয়ালের পাশ ঘেঁষে ঘুমিয়ে রাত কাটান।এসব ছিন্নমূল মানুষ রাস্তার পাশের ফুটপাতে কোনো রকম পুরোনো কাপড় জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। দিনমজুর, ভবঘুরে, রিকশাচালক এবং ভিক্ষাবৃত্তির মতো পেশায় জড়িত তারা।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, সারদেশের ন্যায় খুলনা অঞ্চলেও তাপমাত্রা কমছে।রোববার খুলনায় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ অবস্থার আরো ২/৩দিন স্থায়ী হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।