পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম নওয়াপাড়ায় পীরের মাজার জিয়ারাত করলেন। সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরের মজারে যেয়ে ফতেহা পাঠ করে মোনাজাত করেন। পরে তিনি নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরে পৌঁছালে স্থানীয়রা সর্ব কনিষ্ঠ সংসদ সদস্যকে একনজর দেখার জন্য ছুটে যান। তারা তাকে প্রাণখোলা শুভেচ্ছা জানান।
ধনী,গরীব আবালবৃদ্ধবনিতা সকলে একনজর এমপি আব্দুল আজিজকে দেখতে ভীড় জমাতে থাকেন। এসময় এমপি আজিজ সকলের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন আপনাদের অভয়নগরে থেকেছি। অভয়নগরের মানুষকে ভুলতে পারিনি, পারবো না কখনো। তাই আমি নির্বাচিত হওয়ার পরপরই অভয়নগরের মানুষের ভালোবাসার টানে ছুটে এসেছি।’
তিনি আরও বলেন,‘আমি কেশবপুর অঞ্চলকে স্মার্ট এলাকা রূপে গড়ে তুলতে চাই, পাশাপাশি অভয়নগর উপজেলার মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। এজন্যে কেশবপুরসহ অভয়নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করি।’
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ মোল্লা, ইউপি সদস্য রাজিব হোসেন,রুহুল হোসেন, ইকবাল হোসেন,আব্দুল্লা, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন, জিল্লু ফারাজী,ইবাদুল ইসলাম কনক দাস প্রমূখ।
ছবিঃ
১৬/০১/২৪
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।