নড়াইল প্রতিনিধি || গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় থেকে ইজিবাইক ছিনতায়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে,নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বাস স্ট্যান্ড থেকে তিন চারজনের একটি ছিনতাইকারী দল ইজি বাইক চালক আলমের ইজিবাইক ভাড়া করে ভাটিয়াপড়ার উদ্দেশ্যে রওনা হয়। ভাটিয়াপাড়া গোল চত্বরে পৌঁছালে চোর চক্রের সদস্যরা কৌশলে ইজিবাইক চালক আলমকে ফুসলিয়ে বিস্কুটের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। এক পর্যায়ে আলম জ্ঞান হারিয়ে ফেললে ছিনতায়কারীর দল আলমকে ফেলে রেখে ইজিবাইক নিয়ে চলে যায়।
আলমকে ভাটিয়াপাড়া মোড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্যকমপ্লেক্সে এনে ভর্তি করে। আলম লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের ইয়াসিন মিরের ছেলে।এ ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।